ইতালীয় বন্দরে এফএসআরইউ নির্মাণ ঠেকাতে মামলা করেছে গ্রিনপিস

ইতালির পিওম্বিনো বন্দরে ফ্লোটিং স্টোরেজ রিগ্যাসিফিকেশন ইউনিট (এফএসআরইউ) স্থাপন করছে রাষ্ট্রায়ত্ত গ্যাস কোম্পানি স্নাম। সামুদ্রিক পরিবেশ এবং স্থানীয় অ্যাকুয়াকালচারের জন্য ঝুঁকিপূর্ণ হওয়ায় এফএসআরইউ স্থাপনে বাধা দিয়ে মিলিতভাবে মামলা করেছে গ্রিনপিস এবং ওয়ার্ল্ড ওয়াইল্ডলাইফ ফেডারেশন।

প্রাকৃতিক গ্যাস আমদানিতে রুশনির্ভরশীলতা কমাতে বিকল্প উৎস খুঁজছে ইতালি। শীত আসার আগেই যুক্তরাষ্ট্র, কাতার এবং আফ্রিকার মতো উৎস থেকে প্রাথমিকভাবে আট বিলিয়ন ঘনমিটার প্রাকৃতিক গ্যাস আমদানি করতে চায় ইতালি। সেই উদ্দেশ্যে পিওম্বিনো বন্দরে নতুন এফএসআরইউ স্থাপন করছে স্নাম।

তবে যথাযথভাবে পরিবেশগত ঝুঁকি বিশেষ করে কার্বন নির্গমন এবং দূষণের মাত্রা পরিমাপ না করায় এবং নিরাপত্তা নিশ্চয়তা উপেক্ষা করায় এর বিরুদ্ধে আইনি লড়াইয়ে নেমেছে পিওম্বিনোর মেয়র, গ্রিনপিস, ডব্লিউডব্লিউএফ এবং ইতালিয়ান ট্রেড ইউনিয়ন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here