জুন থেকে ভারতের এলএনজি টার্মিনালে কার্যক্রম শুরু করবে আদানি টোটাল

চলতি বছর এপ্রিলে ভারতের পূর্ব উপকূলের ধামরা টার্মিনালে আদানি টোটোলের প্রথম লিকুইড ন্যাচারাল গ্যাসের (এলএনজি) কার্গো এসে পৌঁছবে। শিপমেন্ট পাওয়ার এক থেকে দেড় মাসের ভেতর বাণিজ্যিকভাবে কার্যক্রম শুরু করবে আদানি।

ভারতে জ্বালানি খাতে ন্যাচারাল গ্যাসের ব্যবহার ৬ শতাংশ থেকে ১৫ শতাংশে উন্নীত করার লক্ষ্যে বার্ষিক ৫ মিলিয়ন টন এলএনজি আমদানির এই প্রকল্প নেওয়া হয়েছে। আদানি গ্রুপের প্রথম এলএনজি ইম্পোর্ট টার্মিনাল ভারতের পূর্বাবাঞ্চলে প্রাকৃতিক গ্যাসের ব্যবহার বাড়াতে গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালন করবে। আদানি টোটালের ৫০ শতাংশ স্টেকহোল্ডার ফরাসি কোম্পানি টোটালএনার্জিস এসই জানায়, ইতোমধ্যে তারা টার্মিনালে কার্যক্রম পরিচালনার অনুমোদন পেয়েছেন।

আশা করা যাচ্ছে, ২০২৪ সালের মার্চ নাগাদ ২.২ মিলিয়ন টন এলএনজি আমদানি করবে আদানি টোটাল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here