বিশ্বের সর্ববৃহৎ কনটেইনারবাহী জাহাজ বুঝে পেয়েছে এমএসসি

৬০০ মিলিয়ন ডলারে চীনা জাহাজ নির্মাতা প্রতিষ্ঠান হুডং-ঝংহুয়ার সাথে চারটি জাহাজ নির্মাণের চুক্তি করে মেডিটেরিয়ান শিপিং কোম্পানি (এমএসসি)। সম্প্রতি চুক্তির প্রথম জাহাজ এমএসসি টেসা হস্তান্তর করা হয়েছে।

২৪,১১৬ টিইইউ এর এমএসসি টেসা বিশ্বের সর্ববৃহৎ কনটেইনারবাহী জাহাজ। ১৩১২ ফুট লম্বা ডিএনভি শ্রেণিভুক্ত জাহাজটি ২৫ স্তর পর্যন্ত কনটেইনার বহন করতে সক্ষম। গতানুগতিক জ্বালানিতে পরিচালিত হলেও এয়ার লুব্রিকেশনের ব্যবহার এমএসসি টেসার জ্বালানি খরচ এবং কার্বন নির্গমন ৩-৪% হ্রাস করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here