কনটেইনার ভলিউম কমার পরও ১০ বিলিয়ন মুনাফা অর্জন করেছে ওওসিএল

২০২২ সালে ৭.১ মিলিয়ন টিইইউ আনা-নেওয়া করেছে ওরিয়েন্ট ওভারসিজ কনটেইনার লাইন (ওওসিএল) যা ২০২১ সালের থেকে প্রায় ৪ লাখ ৫০ হাজার টিইইউ কম। অর্থাৎ ২০২১ সালের তুলনায় গত বছর ওওসিএলের কনটেইনার ভলিউম ৬% হ্রাস পেয়েছে।

কনটেইনার ভলিউম কমলেও সামগ্রিকভাবে লাভের মুখ দেখেছে প্রতিষ্ঠানটি। ২০২২ সালে ওওসিএলের রাজস্ব ছিল ১৯.৮২ বিলিয়ন ডলার এবং অপারেটিং মুনাফা ছিল ১০ বিলিয়ন ডলার। আশা করা যাচ্ছে, ২০২৩ ও ২০২৪ সালে ওওসিএল বহরে নতুন জাহাজ যুক্ত হলে সরবরাহ আরও বাড়বে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here