সম্প্রতি ইইউ জাহাজগুলোকে আর্কটিকের স্যাভলবার্দ দ্বীপপুঞ্জে স্নো ক্র্যাব শিকার করতে নিষেধ করছে নরওয়ের সুপ্রিম কোর্ট। ২০১৯ সালের নরওয়েজিয়ান সুপ্রিম কোর্টের এক রায় অনুযায়ী, স্নো ক্র্যাবের ক্ষেত্রে প্রযোজ্য বিধিনিষেধ অত্র এলাকার তেল এবং খনিজসম্পদ আহরণের ক্ষেত্রেও প্রযোজ্য।
আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞদের মতে, নরওয়ের স্থানীয় আদালতের রায় অন্যান্য দেশ চূড়ান্ত সমাধান হিসেবে গ্রহণ না-ও করতে পারে। সেক্ষেত্রে আন্তর্জাতিক বিরোধ হিসেবে পরবর্তীতে কোনো একটি আন্তর্জাতিক আদালত এই সমস্যার সমাধান করতে পারবে।