এলএনজি-চালিত জাহাজ থেকে মিথেনের নির্গমন পরিমাপ ও মোকবিলার জন্য ‘মিথেন অ্যাবেটমেন্ট ইন মেরিটাইম ইনোভেশন ইনিশিয়েটিভ (এমএএম)’ চালু করা হয়েছে।
সম্প্রতি এলএনজি জাহাজ মালিক কুলকো, ইউনাইটেড ওভারসিজ ম্যানেজমেন্ট, ক্যাপিটাল গ্যাস, সেলসিয়াস ট্যাংকারস, গ্লোবাল মেরিডিয়ান হোল্ডিংস, এমওএল এবং টিএমএস কার্ডিফ গ্যাস এই উদ্যোগে যোগ দিয়েছে। মিথেন নির্গমন পরিমাপের জন্য বর্তমানে বিশ্বব্যাপী স্বীকৃত কোনো পদ্ধতি নেই। তাই আগামী কয়েক মাসের ভেতর বিশ্লেষণ ও গবেষণা শেষে জাহাজে মিথেন পরিমাপের নতুন প্রযুক্তি সংযোজন করতে আগ্রহী এমএএম।