‘ওএসআরএ’ আইন প্রণয়ন নিয়ে মেরিটাইম নেতাদের উদ্বেগ প্রকাশ

কোভিড-১৯ পরবর্তী সময়ে ভোক্তাচাহিদা বৃদ্ধি পাওয়ায় টার্মিনালে স্থান ও সক্ষমতার সংকট দেখা দিয়েছে। যে কারণে টার্মিনাল থেকে যথাযথভাবে কনটেইনার পুনরুদ্ধার এবং যানজট এড়াতে ড্যামারেজ এবং ডুয়েল ফিসহ আরও বেশকিছু ফি আরোপ করছে মেরিন টার্মিনাল অপারেটররা।

অন্যদিকে ফেডারেল মেরিটাইম কমিশনকে ক্রমবর্ধমান ফিগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে সহায়তা করছে ওশান শিপিং রিফর্ম অ্যাক্ট (ওএসআরএ)। ফি নিয়ন্ত্রণের পাশাপাশি সাপ্লাই চেইনের সঙ্গে অসঙ্গতিপূর্ণ হওয়ায় ওএসআরএ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মেরিটাইম নেতারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here