লক্ষ্যমাত্রার চেয়ে ৩০ শতাংশ কমেছে কৃষিপণ্যের রপ্তানি

চলতি অর্থবছরের (২০২২-২৩) আট মাসে লক্ষ্যমাত্রার চেয়ে দেশ থেকে কৃষিপণ্যের রপ্তানি কমেছে ৩০ শতাংশ। এ খাত থেকে পণ্য রপ্তানি হয়েছে ৬২ কোটি ৩১ লাখ ৮০ হাজার ডলারের। রপ্তানি লক্ষ্যমাত্রা ছিল ৮৯ কোটি ৫২ লাখ ডলার। আগের অর্থবছরের (২০২১-২২) একই সময়ের চেয়ে রপ্তানি কমেছে ২৬ শতাংশ।

ইপিবির তথ্যমতে, ২০২১-২২ অর্থবছরের প্রথম আট মাসে কৃষিপণ্যের রপ্তানির অর্থমূল্য ছিল ৮৫ কোটি ৩২ লাখ ডলার। কৃষিপণ্যের মধ্যে শুকনো খাবার রপ্তানি হার গত দুই বছরই নিম্নমুখী রয়েছে। গত অর্থবছরের প্রথম আট মাসে লক্ষ্যমাত্রার চেয়ে ১১ শতাংশ কমে রপ্তানি হয়েছে ১৬ কোটি ৩৮ লাখ ডলারের। চলতি বছর একই সময়ে তা ২৪ শতাংশ কমে হয়েছে ১৪ কোটি ৪৯ লাখ ৩০ হাজার ডলার। এর মধ্যে চা রপ্তানি কমেছে ৮ শতাংশ, সবজিতে ৪৩, ফুলে ৫০ এবং অন্যান্য খাতে ৪৬ শতাংশ রপ্তানি কমেছে।

বাংলাদেশ ফ্রুটস ভেজিটেবলস অ্যান্ড অ্যালাইড প্রডাক্টস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, আমাদের তো রপ্তানি আদেশ কমেনি। রপ্তানি আদেশ না কমার পরও আমাদের আয় কমেছে। কিছু মানুষের যোগসাজশ এবং প্রতারণার কারণে কৃষিপণ্য খাতের রপ্তানি আয় কমেছে।

তিনি বলেন, বিমান বাংলাদেশ ভাড়া বৃদ্ধি করেছে, যে কারণে আমাদের খরচও বেশি। ফলে আমরা মুম্বাই, কলকাতার দামে মধ্যপ্রাচ্য ও ইউরোপের দেশে আমাদের পণ্য সরবরাহ করতে পারছি না। কলকাতার বিমান ভাড়া কম, অন্যদিকে মুম্বাই থেকে শিপিংয়ে সবজি যেতে সময় লাগে মাত্র তিনদিন। আমাদের এখান থেকে তো লাগবে ১৫ দিন। এসব কারণে আমরা মার্কেট হারিয়ে ফেলছি। সুযোগ তৈরি হলে এ রপ্তানি হার আবারো আগের মতো করা সম্ভব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here