অ্যামাজন,প্যাটাগোনিয়া, চিবোকে সাথে নিয়ে ‘জেমবা’ গঠনের ঘোষণা অ্যাস্পেন ইনস্টিটিউটের

সমুদ্র পরিবহন খাতে গ্রিনহাউস গ্যাসের নির্গমন বন্ধে অ্যামাজন, প্যাটাগোনিয়া এবং চিবোর সাথে মিলে জিরো ইমিশন মেরিটাইম বায়ার্স অ্যালায়েন্স (জেমবা) গঠনের ঘোষণা দিয়েছে অ্যাস্পেন ইনস্টিটিউট।

শিপিং কোম্পানিগুলোর জন্য পরিবেশবান্ধব সমুদ্র পরিবহন সুবিধা সহজলভ্য করাই জেমবার লক্ষ্য। জেমবার মাধ্যমে মালবাহী জাহাজের ক্রেতারা বাণিজ্যিকভাবে জিরো-ইমিশন শিপিং ত্বরান্বিত ও সামুদ্রিক খাতে গ্রিনহাউস গ্যাসের নির্গমন কমাতে পারবে। জেমবার প্রচেষ্টা নবায়নযোগ্য জ¦ালানি ও জিরো-ইমিশন জ¦ালানি উৎপাদন, অবকাঠামো এবং পরিচ্ছন্ন সামুদ্রিক পরিষেবায় টেকসই বৈশ্বিক অর্থনৈতিক মডেল তৈরিতে সাহায্য করবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here