প্রথমবারের মতো জোয়ারশক্তি থেকে উৎপন্ন বিদ্যুৎ গ্রিডে সরবরাহ করবে সিঙ্গাপুর

জোয়ারশক্তি বা টাইডাল এনার্জি থেকে বিদ্যুতের উৎপাদন ও সরবরাহ বাণিজ্যিকীকরণ করতে ‘টাইডাল এনাার্জি ডেমন্সট্রেসন প্রজেক্ট’ হাতে নিয়েছে এনওয়াইকে।

এই প্রকল্পের আওতায় প্রথমবারের মতো দক্ষিণ-পূর্ব এশিয়ায় জোয়ারশক্তি ব্যবহার করে উৎপন্ন বিদ্যুৎ গ্রিডে সরবরাহ করা হবে। ব্লু এনার্জি দ্বারা পরিচালিত প্রকল্পটি সিঙ্গাপুরের সাতুমু দ্বীপে বাস্তবায়িত হচ্ছে। এই প্রকল্পের মাধ্যমে জোয়ারশক্তির বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা, উৎপাদন খরচ এবং সংরক্ষণের বিষয়গুলো মূল্যায়ন করবে এনওয়াইকে। পরবর্তীতে সেসব তথ্য সামুদ্রিক নবায়নযোগ্য শক্তির বাণিজ্যিকীকরণের কাজে লাগানো হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here