‘গ্রিন শিপিং’ উদ্যোগের জন্য ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলেস ও জাপানের চুক্তি স্বাক্ষর

পরিবেশবান্ধব সমুদ্র পরিবহন নিশ্চিত করতে সম্প্রতি ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য ও জাপান সরকার একটি চুক্তি এবং লস অ্যাঞ্জেলেস, টোকিও ও ইয়োকোহামা বন্দর একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।

গ্রিন শিপিং করিডোর তৈরি, উপকূলীয় বায়ুশক্তির বিকাশ, বন্দরে উষ্ণায়ন সৃষ্টিকারী দূষণহ্রাস, পরিবেশগত সমস্যার সমাধানে একযোগে কাজ করবে দুই দেশ। এছাড়া ১.২ বিলিয়ন ডলারের বন্দর ও মালবাহী অবকাঠামো কর্মসূচির আওতায় গ্রিন শিপিং করিডোর, পোর্ট ডিকার্বনাইজেশন এবং কার্বন নিগর্মনমুক্ত পরিবহন কার্যকর করবে ক্যালিফোর্নিয়া স্টেট ট্রান্সপোর্টেশন এজেন্সি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here