পুরাতন ব্রহ্মপুত্র নদ খনন করার জন্য চারটি ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এতে ব্যয় হবে ৩৩৩ কোটি ২৩ লাখ টাকা। কয়েকটি ঠিকাদার প্রতিষ্ঠানের মাধ্যমে অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এ কাজ করবে।
বুধবার সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে বৈঠকে এসব প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
বৈঠকের পর মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান বলেন, বৈঠকে পাঁচটি প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এসব প্রস্তাবের ৪৪৬ কোটি ৯৬ লাখ টাকার পুরোটাই সরকারি কোষাগার থেকে ব্যয় হবে।
বৈঠকে পুরাতন ব্রহ্মপুত্র নদ খনন ছাড়াও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের মাধ্যমে ‘এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন’-এর বহিঃসীমা দিয়ে লুপ রোড নির্মাণসহ ঢাকা ট্রাঙ্ক রোড হতে বায়েজিদ বোস্তামী রোড পর্যন্ত সংযোগ সড়ক নির্মাণ প্রকল্পের ভেরিয়েশন বাবদ ১৯ হাজার ৮৩ টাকা কমিয়ে সংশোধিত চুক্তিমূল্য ১১০ কোটি ৭৩ লাখ টাকা ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।
এর আগে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে আশ্রয়ণ প্রকল্পের তৃতীয় ও চতুর্থ পর্যায়ের বরাদ্দ হওয়া গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানের সেবা সরাসরি ক্রয় পদ্ধতির (ডিপিএম) মাধ্যমে করার নীতিগত সিদ্ধান্ত হয়।
বৈঠকে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। চলতি মাসেই সরাসরি কিংবা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আশ্রয়ণ প্রকল্প দুইয়ের তৃতীয় পর্যায়ের অবশিষ্ট ও চতুর্থ পর্যায়সহ শিগগির ৫৭ হাজার ৭৩৭টি গৃহ হস্তান্তর করা হবে।