যুক্তরাষ্ট্রের সমস্ত ফেডারেল অ্যান্টিট্রাস্ট আইন থেকে বিদেশি ক্যারিয়ার কোম্পানিগুলোর রেয়াত বাতিল করতে ওশান শিপিং অ্যাক্টের প্রথম সংশোধনী পেশ করেছেন মার্কিন আইনপ্রণেতারা।
মার্কিন ব্যবসাপ্রতিষ্ঠান, উৎপাদনকারী এবং ভোক্তাদের প্রতি হয়ে আসা অন্যায্য আচরণ বন্ধ করতে ‘ওশান শিপিং অ্যান্টিট্রাস্ট এনফোর্সমেন্ট অ্যাক্ট’ সংশোধনীর পেশ করেন আইনপ্রণেতারা। তাদের মতে, সংশোধনী বাস্তবায়িত হলে বিদেশি কোম্পানিগুলোর যোগসাজশ এবং একচেটিয়া ব্যবসা, অযৌক্তিক এবং একতরফা কনটেইনার রেট বৃদ্ধি এবং অত্যধিক ডিটেনশন এবং ড্যামারেজ ফি হ্রাস পাবে।
অন্যদিকে এই পদক্ষেপের তীব্র সমালোচনা করে ওয়ার্ল্ড শিপিং কাউন্সিল জানায়, সংশোধনীটি বাস্তবায়িত হলে ক্যারিয়ার কোম্পানিগুলোর মধ্যকার ভেসেল শেয়ারিং এগ্রিমেন্ট বাতিল হয়ে যাবে। যার ফলে প্রতিযোগিতা কমে যাবে এবং মার্কিন শিপিং কোম্পানিগুলোর পক্ষে অধিক সংখ্যক বন্দরে পণ্য পাঠানো দুষ্কর হয়ে পড়বে।