শিপিং খাতে ডিজিটাইজেশন এবং ডিজিটালাইজেশনের ব্যবধান কমাতে হবে: ওশান টেকনোলজিস সিইও

বর্তমান ডিজিটালাইজেশনের যুগে ডিজিটাল যন্ত্রপাতি ও প্রযুক্তির সর্বোচ্চ সুবিধা নিতে হলে এবং প্রতিদ্বন্দ্বিতায় টিকে থাকতে হলে সমুদ্র পরিবহন খাতে ডিজিটাইজেশন এবং ডিজিটালাইজেশনের ব্যবধান কমানো উচিত বলে মনে করেন ওশান টেকনোলজিস গ্রুপের (ওটিজি) সিইও থমাস জানজিঙ্গার।

জানজিঙ্গারের মতে, ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে নিজেদের অ্যানালগ তথ্য ডিজিটাইজ করতে হবে। যোগাযোগ বৃদ্ধি এবং অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ইন্টারফেসেস (এপিআই) এর বিস্তারের কারণে পূর্বের বৈসাদৃশ্যপূর্ণ তথ্যের মধ্যে বর্তমানে সহজেই সংযোগ স্থাপন করা যাচ্ছে। তাই কেউ যদি নিজের তথ্য ডিজিটালি হালনাগাদ না করে তবে অন্যরা সে সুযোগ লুফে নেবে এবং সেই ব্যক্তির ব্যবসায় আর্থিক ক্ষতির পাশাপাশি সম্মানহানি ঘটবে।

এছাড়া বর্তমানে ভোক্তা এবং বিনিয়োগকারীরা ডিকার্বনাইজেশনসহ এনভায়রনমেন্ট, সোশ্যাল এবং গভর্ন্যান্সের (ইএসজি) ওপর গুরুত্ব দেওয়ায় ব্যবসায়ীদের অবশ্যই তথ্য-উপাত্তের মাধ্যমে নিজেদের ইতিবাচক কার্যক্রম এবং ব্যবসার পজিটিভ ইমেজ তুলে ধরা উচিত বলে মনে করেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here