২০২২ সালের আগস্টে দীর্ঘমেয়াদি চুক্তিতে কনটেইনার ভাড়া সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল। সেই সময়ের পর থেকে বিশ্বব্যাপী দীর্ঘমেয়াদি চুক্তিতে মালবাহী কনটেইনারের ভাড়া ২৪% হ্রাস পেয়েছে।
টানা সাত মাস ভাড়ায় এই দরপতন পরিলক্ষিত হচ্ছে। জেনেটার মাসিক শিপিং ইনডেক্স অনুযায়ী, জানুয়ারিতে ১৩.৩%, ফেব্রুয়ারিতে ১% এবং মার্চ মাসে সর্বনিম্ন ০.৫% দরপতন পরিলক্ষিত হয়েছে। তবে মার্চে দরপতনের হার কমায় আশাবাদী নন বলে জানান জেনেটার সিইও প্যাট্রিক বেরগ্লুন্ড। তার মতে, নতুন কোনো বৈধ চুক্তি না হওয়ায় দরপতনের হারে এই পরিবর্তন এসেছে।
এদিকে ইউরোপে দরপত্রের মৌসুম ইতিমধ্যে অতিবাহিত হয়ে যাওয়ায় শিগগির কনটেইনার ভাড়া বাড়ার সম্ভাবনা বেশ ক্ষীণ। এছাড়া বর্তমানের অনিশ্চিত বাজার, সামষ্টিক অর্থনৈতিক এবং ভূরাজনৈতিক দোলাচল এবং চাহিদা হ্রাস পাওয়ায় আগামী দিনগুলোতেও দরপতন অব্যাহত থাকবে বলে আশঙ্কা প্রকাশ করেছে জেনেটা।