প্রথমবারের মতো সিসিএস প্রক্রিয়ার মাধ্যমে সাগরপৃষ্ঠে কার্বন ডাইঅক্সাইড সংরক্ষণ

কার্বন ক্যাপচার অ্যান্ড স্টোরেজ (সিসিএস) প্রক্রিয়ার মাধ্যমে প্রথমবারের মতো সাগরের তলদেশে কার্বন ডাইঅক্সাইড সংরক্ষণ করেছে গ্রিনস্যান্ড প্রকল্প।

সিসিএ প্রয়োগের লাইসেন্স পাওয়ার পর ২৩টি সংস্থার কনসোর্টিয়াম নিয়ে গঠিত প্রকল্পটি বেলজিয়ামের একটি শিল্পকারখানা থেকে সফলভাবে কার্বন ডাইঅক্সাইড সংগ্রহ করে। সংগৃহীত তরল কার্বন ডাইঅক্সাইড ক্যানিস্টারে ঢুকিয়ে বিশেষভাবে সজ্জিত উপকূলীয় জাহাজ অরোরা স্টর্মে করে ডেনিশ উত্তর সাগরের নিনি ওয়েস্ট তেলক্ষেত্রে নিয়ে যাওয়া হয়। বিশেষ পাম্পিং সিস্টেমের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড সাগরতলের ১৮০০ মিটার গভীরে সংরক্ষণ করা হয়।

আশা করা যাচ্ছে, ২০৩০ সাল নাগাদ গ্রিনস্যান্ড প্রকল্প বছরে ৮ মিলিয়ন টন কার্বন ডাইঅক্সাইড সংরক্ষণ করতে পারবে, যা ডেনমার্কের মোট কার্বন নির্গমনের ১৩%।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here