কোরিয়ান বন্দরে স্থাপিত হবে প্রথম স্বয়ংক্রিয় হাই-বে স্টোরেজ সিস্টেম

বুসান বন্দরে বাণিজ্যিকভাবে প্রথম স্বয়ংক্রিয় হাই-বে স্টোরেজ সিস্টেম প্রতিস্থাপনের পরিকল্পনা করছে দক্ষিণ কোরিয়া।

বন্দরের উৎপাদনশীলতা বাড়াতে স্টোরেজ সিস্টেমটি তৈরি করা হয়েছে। সিস্টেমটিকে বর্তমানে প্রচলিত ট্রাকগুলোর সাথে রেট্রোফিট হিসেবে একত্র করা হবে, যা বন্দরের স্টোরেজের খালি জায়গায় কার্যক্রম পরিচালনা করবে। সিস্টেমটি সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে কাজ করে এবং যেকোনো সময় চাইলেই যেকোনো কনটেইনারে সরাসরি এক্সেস দিতে পারে।

২০২১ সালে দুবাইয়ের জেবেল আলি টার্মিনালে এই সিস্টেমটি প্রথম পরীক্ষামূলকভাবে প্রয়োগ করা হয়। তখন সিস্টেমটির ধারণক্ষমতা ছিল ৮০০ টিইইউ। সিস্টেমটি কনটেইনার বহনের নিরাপত্তা এবং উৎপাদনশীলতা ব্যাপকভাবে বাড়িয়ে দিতে সক্ষম। বাণিজ্যিকভাবে সিস্টেমটি কাজ শুরু করলে ট্রাকের পরিষেবা প্রদানের সময় ২০% বৃদ্ধি পাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here