চাগোস দ্বীপপুঞ্জের বড় সমস্যা অবৈধ মাছ শিকার

ভারত মহাসাগরে অবস্থিত বিরোধপূর্ণ চাগোস দ্বীপপুঞ্জ অবৈধ মৎস্য শিকারিদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। অতিমাত্রায় মাছ শিকারের কারণে হুমকির মুখে পড়েছে দ্বীপপুঞ্জের মৎস্যসম্পদ।

চাগোস দ্বীপপুঞ্জের মালিকানা নিয়ে মরিশাসের সঙ্গে ব্রিটেনের দ্বন্দ্ব চললেও প্রকৃতপক্ষে ব্রিটিশ সরকারই এর প্রশাসনিক দায়িত্ব পালন করছে। ভাড়া করা উপকূলীয় জাহাজ ‘গ্র্যাম্পিয়ান এন্ডুরেন্স’ দিয়ে টেক্সাসের সমান বিশাল এলাকা টহল দেয় স্থানীয় ব্রিটিশ প্রশাসন। স্থানীয় প্রশাসনের তথ্যমতে, বিগত দুই বছরে অবৈধ মাছ শিকারিদের আনাগোনা অনেক বেড়েছে। যার ফলে হাঙ্গরসহ আরও বেশ কয়েক প্রজাতির মাছ উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে।

অবৈধ মাছ ধরা ঠেকাতে স্থানীয় ব্রিটিশ প্রশাসনকে সাহায্য করছে রয়েল নেভি। সম্প্রতি গ্র্যাম্পিয়ান এন্ডুরেন্সের কাজে সহযোগিতা করতে এই এলাকায় টহলদারি করে রয়েল নেভির টহল জাহাজ এইচএমএস টামার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here