শিপইয়ার্ডের সক্ষমতা বাড়াতে জাহাজের ডিজাইনারদের জন্য এসবিওটি নামক চ্যাটবট চালু করেছে স্যামসাং হেভি ইন্ডাস্ট্রিজ (এসএইচআই)।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্পন্ন চ্যাটবটটি কোম্পানির বিভিন্ন সিস্টেমে থাকা নিয়মনীতি, চুক্তি, ডিজাইন সংক্রান্ত তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে প্রশ্নকর্তার প্রশ্নের উত্তর দিয়ে থাকে। এসবিওটি ব্যবহার করে নতুন কর্মীরা দ্রুত এবং নির্ভুলভাবে তাদের কাজ সম্পাদন করতে পারবে। এসওবিটিতে থাকা অটোমেশন ফাংশন রোবোটিক প্রক্রিয়া এবং সিম্পল কমান্ডের সমন্বয়ে কাজ করে।
অটোমেশন ফাংশন ব্যবহার করে ড্রয়িং অনুসন্ধান, সময়সূচি ব্যবস্থাপনা এবং ইস্যুকরণের মতো পুনরাবৃত্তিমূলক কাজ করা সম্ভব। এতে করে ডিজাইনের দায়িত্বে থাকা ব্যক্তি কম সময়ে গুণগত মানসম্পন্ন ডিজাইন তৈরি করতে পারবে।
উল্লেখ্য, একটা পরিকল্পিত ইন্টারফেসের মাধ্যমে চ্যাটজিপিটির সাথে সংযুক্ত করে এসবিওটির দক্ষতা আরও বাড়ানো যাবে।