ফেব্রুয়ারিতে শক্তিশালী অবস্থানে দক্ষিণ কোরিয়ার জাহাজ নির্মাণ শিল্প

ফেব্রুয়ারিতে ৫৮টি নতুন জাহাজ নির্মাণের কার্যাদেশ পেয়ে শক্তিশালী অবস্থানে রয়েছে দক্ষিণ কোরিয়ার জাহাজ নির্মাতা প্রতিষ্ঠানগুলো। আলোচ্য সময়ে মোট কার্যাদেশের তুলনায় তা প্রায় ৭৪ শতাংশ।

চলতি বছর বিশ্বজুড়ে নতুন জাহাজ কার্যাদেশের পরিমাণ কিছুটা কমলেও দক্ষিণ কোরিয়ায় এর প্রভাব তেমন একটা পড়েনি। বরং দক্ষিণ কোরিয়ার প্রধান জাহাজ নির্মাতারা প্রতিষ্ঠান হুন্দাই, স্যামসাং এবং দাইয়ু জানুয়ারি মাসে কিছুটা মন্দাভাব দেখলেও ফেব্রুয়ারিতে তাদের কার্যক্রম পুনরায় চাঙ্গা হয়ে উঠেছে।

সামগ্রিকভাবে দক্ষিণ কোরিয়ার জাহাজ নির্মাতা প্রতিষ্ঠানগুলো চলতি বছর এখন পর্যন্ত ৮৭০ কোটি ডলারের কার্যাদেশ পেয়েছে। এর মধ্যে ফেব্রুয়ারিতে হুন্দাই ৬০০ কোটি ডলারের কার্যাদেশ পেয়েছে, যা তাদের বাৎসরিক লক্ষ্যমাত্রার প্রায় ৪০ শতাংশ। একইভাবে স্যামসাং ২০০ কোটি ডলারের কার্যাদেশ পেয়েছে, যা এর বাৎসরিক লক্ষ্যমাত্রার ২০শতাংশ। তবে গত বছর ব্যাপক লোকসান করায় অন্যদের চেয়ে কিছুটা পিছিয়ে আছে দাইয়ু।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here