সুয়েজ খালে দুটি ট্যাংকারের মধ্যে সংঘর্ষ, জাহাজ চলাচল স্বাভাবিক

সুয়েজ খালের গ্রেট লেকস অ্যাংকর এরিয়ায় অপেক্ষমান দুটি ট্যাংকারের মধ্যে হালকা সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে এই দুর্ঘটনার কারণে কোনো জাহাজেরই উল্লেখযোগ্য কোনো ক্ষয়ক্ষতি হয়নি অথবা তেল ছড়িয়ে পড়ার কোনো ঘটনা ঘটেনি। এছাড়া এর কারণে খাল দিয়ে জাহাজ চলাচলেও কোনো প্রতিবন্ধকতা তৈরি হয়নি।

এক বিবৃতিতে সুয়েজ খাল কর্তৃপক্ষের চেয়ারম্যান ওসামা রাবি বলেছেন, ট্যাংকার অ্যালিগোট যখন অ্যাংকর এরিয়া ত্যাগ করার প্রস্তুতি নিচ্ছিল, তখন অপেক্ষমান অপর ট্যাংকার লিরিক ম্যাগনোলিয়ার সঙ্গে তার ধাক্কা লাগে। এতে উল্লেখযোগ্য কোনো ক্ষয়ক্ষতি হয়নি। একদিনের মধ্যেই ট্যাংকার দুটি তাদের নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করতে পারবে বলে জানান রাবি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here