জাপানি শিপিং কোম্পানির কাছ থেকে ১১টি জাহাজ নির্মাণের কার্যাদেশ পেয়েছে সিএসএসসি

সম্প্রতি ফ্রান্সের সিএমএ সিজিএমের কাছ থেকে রেকর্ড সংখ্যক কনটেইনার জাহাজ নির্মাণের কার্যাদেশ পেয়েছে চায়না স্টেট শিপবিল্ডিং করপোরেশন (সিএসএসসি)। এবার সেই রেশ কাটতে না কাটতেই আরেকটি বড় কার্যাদেশ পেয়েছে প্রতিষ্ঠানটি। এবার গ্রাহক জাপানের কুমিআই সেনপাকু কোম্পানি লিমিটেড।

মার্চ মাসে বিশ্বে মোট জাহাজনির্মাণ কার্যাদেশের প্রায় ৪০ শতাংশ পেয়েছে চীনের শিপইয়ার্ডগুলো। এর মাধ্যমে গত মাসে আবার জাহাজনির্মাণ কার্যাদেশ প্রাপ্তিতে শীর্ষস্থানে ফিরে এসেছে দেশটি।

গত ৭ এপ্রিল কুমিআই ও সিএসএসসির মধ্যে ১০টি মাল্টি-পরপাস জাহাজ নির্মাণের বিষয়ে চুক্তিটি হয়। এগুলোর ধারণক্ষমতা হবে ৮৪ হাজার ৫০০ ডিডব্লিউটি করে। এছাড়া ১৭ হাজার টন ধারণক্ষমতার একটি অ্যাসফল্ট ক্যারিয়ারেরও অর্ডার দিয়েছে কুমিআই।

সিএসএসসির সঙ্গে সিএমএ সিজিএমের চুক্তিটি ছিল ১২টি কনটেইনার জাহাজ নির্মাণের, যেটি একক চুক্তিতে সবচেয়ে বেশি সংখ্যক জাহাজনির্মাণ কার্যাদেশের রেকর্ড। সে হিসাবে কুমিআইয়ের সঙ্গে সিএসএসসির চুক্তিটি কোম্পানিটির পাওয়া দ্বিতীয় বৃহত্তম কার্যাদেশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here