যুক্তরাষ্ট্র উপকূলে জরুরি চিকিৎসার জন্য ট্যাংকারের ক্যাপ্টেনকে উদ্ধার

যুক্তরাষ্ট্রের অ্যালাবামা উপকূল থেকে ২১৮ মাইল দূরে মেক্সিকো উপসাগরে জরুরি চিকিৎসার জন্য একটি ট্যাংকারের ক্যাপ্টেনকে উদ্ধার করার কথা জানিয়েছে মার্কিন কোস্ট গার্ড। ওভারসিজ অ্যানাকোর্টেস নামের যুক্তরাষ্ট্রের পাতাকাবাহী ওই ট্যাংকারের ক্যাপ্টেনের হার্ট অ্যাটাকের উপসর্গ ছিল বলে বাহিনীটির পক্ষ থেকে জানানো হয়েছে।

কোস্ট গার্ডের বিবৃতিতে বলা হয়েছে, বুধবার (১২ এপ্রিল) বেলা ১২টা ১৭ মিনিটে তারা একটি জরুরি বার্তা পায় যে, ট্যাংকারটির ৬৯ বছর বয়সী ওই ক্যাপ্টেনের হার্ট অ্যাটাকের মতো অবস্থা হয়েছে। বার্তা পাওয়া মাত্রই কোস্ট গার্ডের নিউ অরলিনসের এয়ার স্টেশন থেকে এমএইচ-৬০ হেলিকপ্টারে করে একটি মেডিভ্যাক টিম জাহাজটির উদ্দেশে রওনা দেয় এবং ক্যাপ্টেনকে উদ্ধার করে নিউ অরলিনস ইউনিভার্সিটি মেডিক্যাল সেন্টারে ভর্তি করে উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত ক্যাপ্টেনের স্বাস্থ্যগত অবস্থা স্থিতিশীল ছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here