স্কটল্যান্ডে বিশ্বের গভীরতম অফশোর টার্বাইন ফাউন্ডেশন স্থাপন

স্কটল্যান্ডের সিগ্রিন উইন্ড ফার্মে সম্প্রতি ১৯২ ফুট গভীরতায় একটি অফশোর উইন্ড টার্বাইন ফাউন্ডেশন স্থাপন করা হয়েছে। বিশ্বে অফশোর প্রকল্পে এটি এখন পর্যন্ত সবচেয়ে বেশি গভীরতায় স্থাপিত টার্বাইন ফাউন্ডেশন।

সিগ্রিন উইন্ড ফার্মটির অবস্থান নর্থ সি-তে, স্কটল্যান্ডের পূর্ব উপকূল থেকে প্রায় ১৭ মাইল দূরে। প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্বে রয়েছে এসএসই রিনিউয়েবলস, আর ওনারশিপ পার্টনার হিসেবে রয়েছে টোটালএনার্জিস। স্কটল্যান্ডের সবচেয়ে বড় অফশোর উইন্ড ফার্ম হতে যাচ্ছে এটি।

গত ৯ এপ্রিল গভীরতম টার্বাইন ফাউন্ডেশনটি স্থাপন করা হয়। তবে সিগ্রিন উইন্ড ফার্মের জন্য এই রেকর্ড এবারই প্রথম নয়। প্রকল্পটি দ্বিতীয়বারের মতো বিশ্বের গভীরতম টার্বাইন ফাউন্ডেশন স্থাপনের নজির গড়ল। এর আগে গত বছরের অক্টোবরে ১৮৮ ফুট গভীরতায় একটি ফাউন্ডেশন বসায় এসএসই রিনিউয়েবলস। প্রতিষ্ঠানটি জানিয়েছে, উইন্ড ফার্মটির অবস্থান এমন জায়গায় যে, সেখানে ১৮০ ফুটের বেশি গভীরতায় আরও কয়েকটি টার্বাইন ফাউন্ডেশন স্থাপন করতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here