চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় নিয়োজিত আনসার সদস্যদের থাকার জন্য নবনির্মিত ব্যারাক ও বহুতল কার শেডের উদ্বোধন হয়েছে। মঙ্গলবার সকালে ব্যারাক ও শেডের উদ্বোধন করেন কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান।
১৪ কোটি ৬৭ লাখ টাকা ব্যয়ে নির্মিত আনসার ব্যারাকে রয়েছে লিফট, পার্কিং, প্লে গ্রাউন্ড, আধুনিক ড্রেনেজ সিস্টেম, বাউন্ডারি ওয়ালসহ আধুনিক সকল সুযোগ-সুবিধা। নবনির্মিত বহুতল কার শেডে রয়েছে ট্রাফিক রুম, সিকিউরিটি রুম, পাম্প রুম এবং অগ্নিনির্বাপণ ব্যবস্থা। প্রায় ২৯ হাজার বর্গফুটের শেড নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ২৯ কোটি টাকা। শেডের নিচ তলায় ১০৭ টি এবং দ্বিতীয় ও তৃতীয় তলায় ১১১ টি করে কার পার্কিংয়ের সুবিধা রয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম বন্দরের সকল পর্ষদ সদস্য, বিভাগীয় প্রধানগণ এবং ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।