ঈদের ছুটিতে স্থলবন্দরসমূহে আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা

ঈদুল ফিতর উপলক্ষে স্থলবন্দরগুলোর বাণিজ্যিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। গতকাল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের স্বাক্ষরিত পৃথক চিঠির মাধ্যমে এ বন্ধের সিদ্ধান্ত জানানো হয়। আজ থেকে এ ছুটি কার্যকর হবে। বন্দরভেদে এ ছুটি পাঁচদিন থেকে ১০ দিন পর্যন্ত বাড়ানো হয়েছে। এ সময় বন্দরের পণ্য আমদানি ও রপ্তানিসহ সব ব্যবসায়িক কার্যক্রম বন্ধ থাকবে। তবে বাংলাদেশ-ভারতের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক থাকবে।

সোনাহাট স্থলবন্দর: বুধবার ১৯ এপ্রিল থেকে ২৭ এপ্রিল বৃহস্পতিবার পর্যন্ত মোট নয়দিনের ছুটি ঘোষণা করা হয়েছে।

হিলি বন্দর: দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে টানা ছয়দিন আমদানি-রপ্তানি। আগামী ২৫ এপ্রিল থেকে যথারীতি বন্দরের কার্যক্রম চালু হবে।

বেনাপোল স্থলবন্দর: টানা পাঁচদিনের ছুটিতে বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। আগামী সোমবার (২৪ এপ্রিল) সকাল থেকে আমদানি-রপ্তানি চালু হবে।

সোনামসজিদ: চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর ছয় দিন বন্ধ থাকবে।

বাংলাবান্ধা: শবেকদর, ঈদুল ফিতর এবং সাপ্তাহিক ছুটি মিলিয়ে মোট ১০ দিন বন্ধ থাকছে বাংলাবান্ধা স্থলবন্দর। এ সময় সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here