ওমান উপসাগরের আন্তর্জাতিক জলসীমায় অবস্থানকালে যুক্তরাষ্ট্র অভিমুখী একটি তেলের ট্যাংকার জব্দের দাবি করেছে ইরানের সামরিক বাহিনী। ইরানের একটি নৌকাকে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়ার সময় ট্যাংকারটিকে আটক করা হয়। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএর একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
গত বৃহস্পতিবার (২৭ এপ্রিল) এই বিষয়ে এক বিবৃতি দিয়েছে ইরানের সামরিক বাহিনী। এতে তারা মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী একটি ট্যাংকারকে আটক করার কথা স্বীকার করেছে। তারা জানিয়েছে, ২৬ এপ্রিল রাতে ইরানের যে নৌকাকে ধাক্কা দিয়েছে ট্যাংকারটি, তার কয়েকজন ক্রু নিখোঁজ রয়েছেন এবং কয়েকজন ক্রুকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। নৌকাটিকে ধাক্কা দেওয়ার পর ওমান সাগর দিয়ে পালিয়ে যাওয়ার সময় ট্যাংকারটিকে আটকে দেওয়া হয় এবং পরবর্তীতে ইরানি জলসীমানার দিকে ঘুরানোর নির্দেশ দেওয়া হয়।
মার্কিন নৌবাহিনী ট্যাংকারটির নাম অ্যাডভান্টেজ সুইট বলে জানিয়েছে। রেফিনিটিভ শিপ ট্র্যাকিং ডেটা অনুসারে, সুয়েজম্যাক্স ক্লাসের ক্রুড ট্যাংকারটি মার্কিন জ্বালানি কোম্পানি শেভরন কর্তৃক ভাড়াকৃত। এটি সর্বশেষ কুয়েতে নোঙর করেছিল। আর এর গন্তব্য ছিল যুক্তরাষ্ট্রের মেক্সিকো উপসাগরীয় বন্দর হিউস্টন।
এদিকে মার্কিন নৌবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, আন্তর্জাতিক জলসীমায় ইরানি বাহিনী কর্তৃক ট্যাংকার আটকের বিষয়টি পর্যবেক্ষণ করছে দেশটির পঞ্চম নৌবহর। এই ঘটনার নিন্দা জানিয়ে অবিলম্বে ট্যাংকারটিকে ছেড়ে দেওয়ার আহ্বানও জানিয়েছে পঞ্চম নৌবহর। এছাড়া এই অঞ্চলে জাহাজে ক্রমাগত হয়রানি এবং আঞ্চলিক জলসীমায় নৌ-চলাচলের অধিকারে হস্তক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র।