
‘অ্যাম্বিশন মিটস অ্যাকশন’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২৪-২৮ এপ্রিল হয়ে গেল সিঙ্গাপুর মেরিটাইম উইক। এটি ছিল আয়োজনটির ১৭তম আসর। সমুদ্র শিল্পে নতুন নতুন প্রযুক্তি ও কর্মকৌশল উদ্ভাবন, কার্বন নিঃসরণ কমানো ইত্যাদি বিষয়ে যেসব উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা রয়েছে, সেগুলো পূরণে সম্মিলিত পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে আন্তর্জাতিক মেরিটাইম সম্প্রদায় একত্র হয়েছিলেন এই কনফারেন্সে।
এটি ছিল এখন পর্যন্ত আয়োজিত সবচেয়ে বড় কনফারেন্স, যেখানে প্রায় ৫০টি ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে এবং প্রায় ২০ হাজার অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন। জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়, সর্বাধুনিক ট্রেন্ড ও ডেভেলপমেন্ট নিয়ে আলোচনা এবং নতুন সম্ভাবনা অন্বেষণের জন্য অনন্য একটি প্লাটফরম হিসেবে কাজ করেছে কনফারেন্সটি।
সিঙ্গাপুর মেরিটাইম উইকের সঙ্গে সাইডলাইনে আরও দুটি ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে। এর একটি হলো সি এশিয়া ২০২৩, যেটি ২৫-২৭ এপ্রিল অনুষ্ঠিত হয়। ৭০টি দেশের তিন শতাধিক প্রদর্শক এতে তাদের পণ্য ও সেবা তুলে ধরেন। আরেকটি হলো মেরিনটেক কনফারেন্স। স্মার্ট বন্দর, স্মার্ট শিপিং, কার্বন নিঃসরণ কমানো, সাইবার নিরাপত্তা, ক্রুদের সুরক্ষা ইত্যাদি বিষয়ে আলোচনা হয়েছে ২৫-২৬ এপ্রিল অনুষ্ঠিত এই কনফারেন্সে।
সিঙ্গাপুর ধীরে ধীরে বিশ্বের শীর্ষস্থানীয় মেরিটাইম হাব হয়ে উঠেছে। মেরিটাইম উইকে এই উত্তরণে দেশটির দৃঢ় সংকল্প স্পষ্টভাবে ফুটে উঠেছে। এছাড়া সমুদ্র শিল্পে তাদের বিনিয়োগ ও বিভিন্ন সহায়ক কর্মসূচিও শীর্ষস্থানে উত্তরণে ইতিবাচক ভূমিকা রেখেছে।