মালয়েশিয়ায় ট্যাংকারে আগুন, ২৩ ক্রু উদ্ধার

মালয়েশিয়ার দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় সোমবার (১ মে) একটি তেলবাহী ট্যাংকারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অন্য একটি ট্যাংকার ও মালয়েশিয়ান মেরিটাইম এনফোর্সমেন্ট এজেন্সি (এমএমইএ) ট্যাংকারটির বেশিরভাগ ক্রুকে উদ্ধার করতে সমর্থ হলেও তিনজন ক্রু নিখোঁজ রয়েছেন বলে জানানো হয়েছে। তাদের উদ্ধারে অভিযান চলছে বলে এমএমইএ জানিয়েছে।

দুর্ঘটনার বিষয়ে তাৎক্ষণিকভাবে খুব বেশি তথ্য পাওয়া না গেলেও সিঙ্গাপুর মেরিটাইম অ্যান্ড পোর্ট অথরিটি (এমপিএ) জানিয়েছে, ট্যাংকারটির নাম পাবলো। গ্যাবনে নিবন্ধিত ট্যাংকারটি ইরানি তেল পরিবহন করছিল বলে গণমাধ্যমের খবরে জানানো হয়েছে। এমপিএ দুর্ঘটনাস্থালে উদ্ধার অভিযান পর্যবেক্ষণ করছে। এছাড়া তারা জ্বলন্ত ট্যাংকারের বিষয়ে সতর্ক করে এবং নিখোঁজ ক্রুদের সন্ধানে সহায়তার আহ্বান জানিয়ে আশেপাশের অন্যান্য জাহাজের কাছে বার্তা পাঠিয়েছে।

এদিকে এমএমইএ জানিয়েছে, বেলা ৪টার দিকে তারা ট্যাংকারটির কাছ থেকে সাহায্যবার্তা পায় এবং দুর্ঘটনাস্থলের উদ্দেশে রেসকিউ বোট পাঠায়। এছাড়া ইনোলা নামের নিকটবর্তী আরেকটি ট্যাংকার দুর্ঘটনাকবলিত ট্যাংকারটির ক্রুদের সহায়তায় এগিয়ে যায় এবং ১৮ জন ক্রুকে উদ্ধার করে।

সব মিলিয়ে মোট ২৩ জন ক্রুকে উদ্ধার করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ২৬ বছরের পুরনো ট্যাংকারটিতে কীভাবে আগুন লাগল, সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here