অপহরণের পাঁচ সপ্তাহ পর উদ্ধার মোঞ্জাসা রিফর্মারের ছয় ক্রু

গিনি উপসাগরে পাঁচ সপ্তাহের বেশি সময় আগে ডেনিশ জ্বালানি কোম্পানি মোঞ্জাসার একটি প্রডাক্ট ট্যাংকার থেকে অপহৃত ছয় ক্রুকে উদ্ধার করা হয়েছে। কোম্পানিটি জানিয়েছে, নাইজেরিয়ার একটি অজ্ঞাত স্থান থেকে তাদের উদ্ধার করা হয়। তারা সবাই সুস্থ রয়েছেন। এই খবর জানানোর পাশাপাশি মোঞ্জাসা পশ্চিম আফ্রিকায় জলদস্যুতার ঝুঁকি মোকাবিলায় সংশ্লিষ্ট দেশগুলোকে আরও কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে।

গত ২৫ মার্চ কঙ্গো উপকূল থেকে প্রায় ১৪০ নটিক্যাল মাইল দূরে অবস্থানকালে মোঞ্জাসা রিফর্মার নামের ট্যাংকারটি জলদস্যুদের হামলার শিকার হয়। এ সময় জলদস্যুরা ট্যাংকারটিতে আরোহন করে এর নিয়ন্ত্রণ নিয়ে নেয়। এরপর থেকে ট্যাংকারটির কোনো হদিস পাওয়া যাচ্ছিল না। নিরাপত্তা বাহিনীর নিরন্তর অভিযানে পাঁচদিন পর ফরাসি নৌবাহিনীর একটি ড্রোন গিনি উপসাগরে ট্যাংকারটির সন্ধান পায়। এরপর ফরাসি একটি প্যাট্রল বোট ট্যাংকারটির অবস্থানের উদ্দেশে রওনা হয়। কিন্তু সেটি পৌঁছনোর আগেই জলদস্যুরা মোঞ্জাসা রিফর্মারের ১৬ জন ক্রুর মধ্যে ছয়জনকে অপহরণ করে চলে যায়।

মোঞ্জাসা জানিয়েছে, অপহৃত ক্রুদের যে অবস্থায় রাখা হয়েছিল, সেটি বিবেচনায় নিলে উদ্ধারের সময় তাদের স্বাস্থ্যগত অবস্থা বেশ ভালো রয়েছে বলা যায়। উদ্ধারের পর তাদের পর্যাপ্ত চিকিৎসা সেবা দেওয়া হয়েছে এবং তাদের পরিবারের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। অপহৃত ছয়জন ক্রুর কেই ডেনমার্কের নাগরিক নয় উল্লেখ করে মোঞ্জাসা কঠিন পরিস্থিতিতে সাহসী ভূমিকা রাখায় ট্যাংকারটির সব ক্রুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

বিপদসংকুল পশ্চিম আফ্রিকা অঞ্চলে দীর্ঘদিন ধরে কার্যক্রম পরিচালনা করে আসছে মোঞ্জাসা। এই প্রথম যে তাদের জাহাজ জলদস্যুতার শিকার হলো, তা নয়। ২০১৮ সালের অক্টোবরে তাদের আরেকটি প্রডাক্ট ট্যাংকার আনুকেত অ্যাম্বার একই ধরনের ঘটনায় মুখোমুখী হয়েছিল। সে সময় ট্যাংকারটি ভাড়া করেছিল নরবাল্ক শিপিং।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here