চট্টগ্রাম-দুবাই কনটেইনার জাহাজ সার্ভিস চালু

দেশের আমদানি-রপ্তানির প্রধান গেটওয়ে চট্টগ্রাম বন্দর। ছবি: বন্দর বার্তা

চট্টগ্রাম বন্দর থেকে সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরে কনটেইনার জাহাজ সার্ভিস চালু হয়েছে। নতুন সার্ভিসের ফলে চট্টগ্রাম বন্দর থেকে রপ্তানি পণ্য ১৫ দিনে জেবেল আলী বন্দরে এবং সেখান থেকে ১০ দিনে চট্টগ্রামে আনার সুযোগ পাবেন ব্যবসায়ীরা। এতে সময়, অর্থ দুটিই সাশ্রয় হবে।

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ এই দেশটির সঙ্গে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যের হাব হলেও দেশের প্রধান চট্টগ্রাম সমুদ্রবন্দরের সঙ্গে কোনো জাহাজ সার্ভিস চালু ছিল না। এর ফলে দুবাই ও আবুধাবিভিত্তিক আমদানি-রপ্তানি পণ্য পরিবহন করা হতো বিভিন্ন ট্রান্সশিপমেন্ট বন্দর দিয়ে। এতে বাড়তি সময় লাগত এবং ভাড়াও বেশি হতো।

ফ্রান্সভিত্তিক শিপিং প্রতিষ্ঠান ‘সিএমএ-সিজিএম’ চট্টগ্রাম বন্দর থেকেই সরাসরি জেবেল আলী বন্দরে এই কনটেইনার জাহাজ সার্ভিস চালুর উদ্যোগ নিয়েছে। রপ্তানি পণ্য পরিবহনের জন্য ‘হং এন’ জাহাজটি গত ৫ মে চট্টগ্রাম বন্দরের এনসিটি জেটিতে ভিড়েছে। পণ্য বোঝাই করে বিশ্বের অন্যতম ব্যস্ততম ও গুরুত্বপূর্ণ দুবাইয়ের জেবেল আলী বন্দরের উদ্দেশে যাত্রা শুরু করেছে ৭ মে।

কেন্দ্রীয়ভাবে সিএমএ-সিজিএম কর্তৃপক্ষ বলেছে, নতুন সার্ভিসে আরব আমিরাত থেকে আমদানিতে বড় সুফল আনবে বাংলাদেশি ব্যবসায়ীদের। একই সঙ্গে বাংলাদেশ থেকে ভারতের মুন্দ্রা, নভোসেবা বন্দর হয়ে রপ্তানি পণ্য ভারতের বিভিন্ন স্থানে দ্রুত পৌঁছানোর সুযোগ তৈরি হবে।

ব্যবসায়ীরা জানান, আগে ট্রান্সশিপমেন্ট বন্দর হয়ে জেবেল আলী থেকে চট্টগ্রামে পণ্য পাঠাতে ৩০-৩৫ দিন সময় লাগত। আর ট্রান্সশিপমেন্ট বন্দরে জট লেগে অবস্থা আরো কঠিন হতো। এখন ১১ থেকে ১৭ দিনে চট্টগ্রামে পণ্য পৌঁছানোর খবর আমরা পেয়েছি। আমদানির ক্ষেত্রে এটি বড় সুফল অর্থাৎ ১০-১৫ দিন সাশ্রয় হবে। ভাড়া একটু বেশি হলেও সময় ও ভোগান্তি কমে আমদানিতে সুফল আসবে।

উদ্যোক্তারা এই সার্ভিসটির নাম দিয়েছেন ‘বাংলাদেশ-ইন্ডিয়া গালফ এক্সপ্রেস’ অর্থাৎ বাংলাদেশের সঙ্গে ভারতের তিনটি সমুদ্রবন্দর এবং আরব আমিরাতের দুটি বন্দরের সঙ্গে এই সার্ভিস পরস্পরকে সংযুক্ত করবে। চট্টগ্রাম বন্দর থেকে রওনা দিয়ে প্রথমে কলম্বো বন্দরে, এরপর ম্যাঙ্গালোর বন্দর, সেখান থেকে নভোসেবা বন্দর হয়ে মুন্দ্রা বন্দরে পৌঁছাবে। সেখান থেকে সরাসরি চলে যাবে জেবেল আলী বন্দরে, এরপর আবুধাবির খালিফা বন্দরে। এতে সময় লাগবে ১৫ দিন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here