
প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার দুই দিনব্যাপী ষষ্ঠ ইন্ডিয়ান ওশান কনফারেন্স (আইওসি) উদ্বোধন করবেন। আঞ্চলিক দেশগুলোর সহযোগিতা জোরদারে আলোচনার জন্য এতে অন্তত ২৫ দেশের মন্ত্রী পর্যায়ের প্রতিনিধিরা যোগ দেবেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে বুধবার এক সংবাদ সম্মেলনে এ আয়োজনের বিস্তারিত তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোনেম। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম উপস্থিত ছিলেন।
‘টেকসই ভবিষ্যতের জন্য শান্তি, সমৃদ্ধি ও অংশীদারত্ব’ প্রতিপাদ্য সামনে রেখে ভারত মহাসাগরীয় অঞ্চলকে শক্তিশালী করতে রোডম্যাপ তৈরির লক্ষ্যে মূল স্টেকহোল্ডাররা দুদিনের এ অনুষ্ঠানে একত্রিত হবেন।
পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন বলেন, আমরা আশা করছি, এ কনফারেন্স থেকে ভারত মহাসাগর অঞ্চলের দেশগুলো যে সমস্যা ও চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে, তা মোকাবেলায় বেশকিছু সুপারিশ আসবে। এ এলাকার ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়নে যা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।