হামবুর্গ বন্দরে কনটেইনার টার্মিনালের শেয়ার কিনতে কসকোর প্রস্তাবে জার্মানির সম্মতি

রাজনৈতিকভাবে তীব্র সমালোচনা ছিল। ছিল বিভিন্ন পক্ষের বিরোধিতাও। তা সত্তেও হামবুর্গ সমুদ্রবন্দরের একটি কনটেইনার টার্মিনালের শেয়ার কেনার বিষয়ে চীনের রাষ্ট্রায়ত্ত কোম্পানি কসকো শিপিংয়ের প্রস্তাবে অনুমোদন দিয়েছে জার্মান সরকার। জার্মান পোর্ট লজিস্টিকস ফার্ম এইচএইচএলএ বুধবার (১০ মে) এ কথা জানিয়েছে।

গত মাসে এই ক্রয়প্রস্তাবের বিষয়ে কিছু শর্ত আরোপ করে জার্মানির মন্ত্রিসভা। সেখানে কসকোর ক্রয়কৃত শেয়ারের পরিমাণ ২৫ শতাংশের নিচে থাকার বাধ্যবাধকতা রাখা হয়। এদিকে চলতি বছর টোলেরোর্ট টার্মিনালটিকে ‘সংবেদনশীল অবকাঠামো’ হিসেবে ঘোষণা করেছে জার্মান সরকার। চুক্তিতে সেই বিষয়টিকেও বিবেচনায় নেওয়া লাগত। বার্লিন জানিয়েছে, এইচএইচএল ও কসকো চুক্তিটি নিয়ে পুনরায় কাজ করে যে খসড়া দাঁড় করিয়েছে, তা এসব শর্ত পূরণ করে। এ কারণে এই ক্রয় প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে। উল্লেখ্য, টার্মিনালটির ২৪ দশমিক ৯ শতাংশ শেয়ার কিনবে কসকো।

গত মাসে জার্মানির অর্থ মন্ত্রণালয় জানিয়েছিল, তারা কসকোর ক্রয়প্রস্তাবটি পর্যালোচনা করে দেখছে। সে সময় চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জার্মানির প্রতি অনুরোধ জানিয়েছিল, পর্যালোচনার মাধ্যমে যেন গঠনমূলক ও যুক্তিসঙ্গত সিদ্ধান্তটিই নেওয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here