সাম্প্রতিক মাসগুলোয় উপসাগরীয় এলাকায় বাণিজ্যিক জাহাজ চলাচলের ওপর ইরানের হস্তক্ষেপের জেরে সেখানে প্রতিরক্ষামূলক অবস্থান জোরদার করবে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউজের একজন মুখপাত্র জন কিরবি সম্প্রতি এই তথ্য জানিয়েছেন।
কিরবির দাবি, গত দুই বছরে ইরান আন্তর্জাতিক পতাকাবাহী ১৫টি জাহাজকে হয়রানি, হামলা অথবা হস্তক্ষেপ করেছে। এর মাধ্যমে তারা জাহাজগুলোকে মুক্তভাবে চলাচলের অধিকার থেকে বঞ্চিত করেছে। এ কারণে প্রতিরক্ষা মন্ত্রণালয় আরব উপসাগরে আমাদের প্রতিরক্ষামূলক অবস্থান আরও সুসংহত করার লক্ষ্যে বেশি কিছু পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে।
তাৎক্ষণিকভাবে এ বিষয়ে মার্কিন সামরিক বাহিনীর তরফ থেকে কোনো বিবৃতি পাওয়া যায়নি। এদিকে কিরবি জানান, মার্কিন সেন্ট্রাল কমান্ড শিগগিরই এ বিষয়ে বিস্তারিত জানাবে।