শক্তিশালী ঘূর্ণিঝড় মোখার প্রভাবে সম্ভাব্য ক্ষয়ক্ষতি রোধে চট্টগ্রাম বন্দরের সব ধরণের অপারেশনাল কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। মহাবিপদ সংকেত ৮ ঘোষণার প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নিয়েছে বন্দর কর্তৃপক্ষ।
ভোরের জোয়ার থেকে শনিবার দুপুরের মধ্যেই জেটিতে অবস্থান করা ২১টি জাহাজ বহির্নোঙরে পাঠিয়ে দেওয়া হয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে ক্ষয়ক্ষতি এড়াতে সব ধরণের প্রস্তুতি নিয়েছে কর্তৃপক্ষ। সতর্কতার অংশ হিসেবে বন্দর চ্যানেলে অবস্থানরত সকল লাইটারেজ জাহাজকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। বন্দরের বর্হিনোঙ্গরে ৬০টি জাহাজ অবস্থান করলেও সেখানে কোন পণ্য ওঠানামা হচ্ছেনা।
এ ছাড়া ঘূর্ণিঝড়ের সময়কালে বন্দরের সার্বিক কার্যক্রম সমন্বয়ে চারটি কন্ট্রোল রুম চালু করেছে কর্তৃপক্ষ। মেরিন, ট্রাফিক, নিরাপত্তা ও সচিব বিভাগে একটি করে কন্ট্রোল রুম চালু রয়েছে। এ ছাড়া কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করে রোস্টার ভিত্তিতে দায়িত্ব বন্টন করে দিয়েছে কর্তৃপক্ষ। ঘূর্ণিঝড়ের পরিস্থিতি পর্যালোচনা ও করণীয় ঠিক করতে একাধিক সভা করেছে বন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এসব সভায় সভাপতিত্ব করেন কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহায়েল।