ঐতিহাসিক এলএনজি রপ্তানি প্রকল্প চুক্তির দ্বারপ্রান্তে ইসরায়েল-সাইপ্রাস

ইসরায়েলের গ্যাসক্ষেত্রগুলো থেকে সাইপ্রাসের উপকূলে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহের লক্ষ্যে একটি পাইপলাইন নির্মাণ করা হবে। এ বিষয়ে দেশ দুটির মধ্যে একটি চুক্তি হতে যাচ্ছে শিগগিরই।

গত সপ্তাহে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাইপ্রাসের প্রেসিডেন্ট নিকোস ক্রিস্টোদৌলিদেসের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় উভয় নেতা একটি চুক্তি চূড়ান্ত করার বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করেন।

এই পাইপলাইন একটি এলএনজি প্লান্টের সঙ্গে যুক্ত থাকবে। এর ফলে পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলে গ্যাসের বিশাল মজুদ থেকে এলএনজি রপ্তানির বড় সম্ভাবনা তৈরি হলো। এতে করে এই অঞ্চলটি যেমন অর্থনৈতিকভাবে লাভবান হবে, তেমনি ইউরোপীয় বাজারও তাদের এলএনজি চাহিদা মেটানোর জন্যও একটি বিকল্প উৎস পাবে।

গ্যাস পাইপলাইন নির্মাণের বিষয়ে ইসরায়েল ও সাইপ্রাসের মধ্যে আলোচনা চলে আসছে অনেক বছর ধরে। তবে গত ফেব্রুয়ারি থেকে দুই পক্ষের মধ্যে যে নতুন উদ্যোমে আলোচনা শুরু হয়েছে, তাতেই চুক্তির আশার পালে হাওয়া লেগেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here