বঙ্গবন্ধুর সমাধিতে নবনিযুক্ত চট্টগ্রাম বন্দর চেয়ারম্যানের শ্রদ্ধা নিবেদন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নবনিযুক্ত চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ সোহায়েল, ওএসপি, এনইউপি, পিপিএম, পিএসসি। শনিবার (২০ মে)  গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণের পর তিনি মাজার জিয়ারত করেন। মোনাজাতে জাতির পিতাসহ ১৫ আগস্টে শাহাদাতবরণকারী সকল শহীদদের রুহের মাগফিরাত এবং মাননীয় প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনাসহ দেশ এবং জাতির কল্যাণ ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়।

পুষ্পস্তবক অর্পণকালে বন্দর চেয়ারম্যানের সাথে ছিলেন পর্ষদ সদস্য (প্রকৌশল) কমডোর মোহাম্মদ মাহবুবুর রহমান (ই), পিএসসি, বিএন, সদস্য (অর্থ) মোহাম্মদ শহীদুল আলম, সদস্য (হারবার ও মেরিন) কমডোর এম. ফজলার রহমান (সি), বিএসপি, পিএসসি, বিএন, পরিচালক (প্রশাসন) মো. মমিনুর রশিদ, সচিব মো. ওমর ফারুকসহ উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সিবিএ’র সভাপতি ও সাধারন সম্পাদক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here