পরিবহন সক্ষমতার বিচারে বিশ্বের সবচেয়ে বড় কনটেইনার লাইনারের তকমা দখলের ২০ মাসের কম সময়ের মধ্যে আরও একটি মাইলফলক অর্জন করতে যাচ্ছে মেডিটারেনিয়ান শিপিং কোম্পানি (এমএসসি)। আর অল্প কয়েকদিনের মধ্যে বিশ্বের প্রথম অপারেটর হিসেবে ৫০ লাখ টিইইউ কনটেইনার পরিবহনের সক্ষমতা অর্জন করবে তারা।
তথ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠান আলফালাইনার বলছে, এমএসসির প্রবৃদ্ধির এই ধারা এখানেই থেমে যাবে না। বরং কোম্পানিটির অর্ডারবুক বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে, তারা কনটেইনার পরিবহন সক্ষমতা আরও এক-তৃতীয়াংশ বাড়ানোর পথে রয়েছে।
আলফালাইনারের তথ্য অনুযায়ী, বর্তমানে এমএসসির বহরের মোট পরিবহন সক্ষমতা ৪৯ লাখ ৫৬ হাজার ৭২০ টিইইউ। কনটেইনার শিপিংয়ের বৈশ্বিক বাজারে তাদের হিস্যা ১৮ দশমিক ৫ শতাংশ। শিগগিরই তারা ১৬ হাজার টিইইউ ধারণক্ষমতার নতুন একটি নিও পানাম্যাক্স ক্লাসের কনটেইনার জাহাজ বুঝে পাবে। চীনে নির্মিত জাহাজটি বহরে যোগ হলে চলতি মাসেই ৫০ লাখ টিইইউয়ের মাইলফলক স্পর্শ করবে এমএসসি।
সবকিছু ঠিকঠাক থাকলে উন্নয়নের এই ধারবাহিকতায় ২০২৫ সাল নাগাদ এমএসসির কনটেইনার পরিবহন সক্ষমতা ৬০ লাখ টিইইউ পেরিয়ে যাবে বলে আলফালাইনার পূর্বাভাস দিয়েছে।