সাগরে কনটেইনার হারানোর প্রবণতা কমেছে

সাগরে জাহাজ থেকে পড়ে কনটেইনার হারিয়ে যাওয়ার ঘটনা রেকর্ড সর্বনিম্নে নেমে এসেছে। ওয়ার্ল্ড শিপিং কাউন্সিলের (ডব্লিউএসসি) সাম্প্রতিক একটি প্রতিবেদন অনুযায়ী, ২০২২ সালে মোট ৬৬১টি কনটেইনার সাগরে হারিয়ে গেছে। ২০০৮ সালের পরের বছরগুলোর বার্ষিক গড় ১ হাজার ৫৬৬ থেকে এই সংখ্যা অনেকটাই কম।

বর্তমানে বিশ্বে প্রতিবছর প্রায় ২৫ কোটি কনটেইনার পরিবহন হয়। এ হিসাবে ২০২২ সালে কনটেইনার হারিয়েছে এক শতাংশের এক-সহস্রাংশেরও কম।

প্রতিবেদনে ডব্লিউএসসির প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জন বাটলার বলেছেন, ‘২০২২ সালে সাগরে কনটেইনার হারানো কমে যাওয়া অবশ্যই ইতিবাচক বিষয়। তবে আমাদের এতে নিশ্চিন্তে বসে থাকার সুযোগ নেই। কারণ প্রতিটি কনটেইনারই সাপ্লাই চেইনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাগরে কনটেইনার পড়ে যাওয়ার প্রবণতা কমানোর মাধ্যমে জলজ পরিবেশ ও কার্গোর সুরক্ষা নিশ্চিত করতে আমরা কাজ করে যাব।’

সাধারণত বিরূপ আবহাওয়ায় উত্তাল ঢেউ, জাহাজে-জাহাজে সংঘর্ষ, দুর্ঘটনায় জাহাজডুবি ইত্যাদি কারণে কনটেইনার সাগরে পড়ে যায়। এতে করে যে কেবল আর্থিক লোকসানই হয়, তা নয়। বরং এর কারণে সামুদ্রিক পরিবেশ বিনষ্ট হওয়ার ঝুঁকিও তৈরি হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here