এজিয়ান সাগরের পূর্বাঞ্চলে তুর্কী উপকূলের কাছে দুটি কার্গো জাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে তুর্কী মালিকানাধীন একটি জাহাজের স্টারবোর্ড সাইডে বড় আকারের গর্ত তৈরি হয়েছে বলে জানা গেছে।
গ্রিসের নিয়ন্ত্রণাধীন দ্বীপ চিওসের নয় মাইল উত্তর-পশ্চিমে তুর্কী মালিকানাধীন জাহাজ অ্যান্টকে ধাক্কা দেয় পোটেনিয়া নামের সিঙ্গাপুরের পতাকাবাহী আরেকটি কার্গো জাহাজ। এতে অ্যান্টে বড় আকারের গর্ত তৈরি হয়। গ্রিক কর্তৃপক্ষ জাহাজটিকে সহায়তা প্রদানের প্রস্তাব দিলেও জাহাজটি তা গ্রহণ করেনি এবং তুর্কি কোস্ট গার্ডের সহায়তায় সেটি তুরস্কের দিকে যাত্রা অব্যাহত রাখে।
গ্রিসের হেলেনিক কোস্ট গার্ড দুর্ঘটনার খবর পেয়ে সেখানে উদ্ধার তৎপরতা পরিচালনার জন্য ছুটে যায়। তবে কোনো ধরনের হতাহত কিংবা কারও নিখোঁজ হওয়ার কথা জানতে পারেনি তারা। বাহিনীটি জানিয়েছে, দুর্ঘটনার সময় ভানুয়াতুর পতাকাবাহী তুর্কী জাহাজটিতে ১৩ জন ক্রু ছিলেন, যার মধ্যে ১০ জন তুরস্কের নাগরিক। অন্যদিকে পোটেনিয়াতে ১৯ জন ক্রু ছিলেন বলে জানিয়েছে কোস্ট গার্ড।