পারস্য উপসাগরে এমএসসির কনটেইনার জাহাজে আগুন

পারস্য উপসাগরে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) জলসীমায় মেডিটারেনিয়ান শিপিং কোম্পানির (এমএসসি) একটি কনটেইনার জাহাজে আগুন লাগার ঘটনা ঘটেছে। ইউএইর ন্যাশনাল গার্ডের ন্যাশনাল সার্চ অ্যান্ড রেসকিউ সেন্টার এই খবর জানিয়েছে।

এ বিষয়ে এখন পর্যন্ত বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি। জাহাজটির কোনো কনটেইনার থেকে আগুনের সূত্রপাত কিনা, সেই বিষয়টিও নিশ্চিত হওয়া যায়নি। জাহাজটির কাছ থেকে সাহায্যবার্তা পেয়ে তিনটি টাগ সেখানে ছুটে যায় এবং আগুন নেভানোর কাজে লেগে পড়ে।

তাৎক্ষণিকভাবে আনুষ্ঠানিক কোনো সূত্র থেকে জাহাজটির নাম জানা যায়নি। তবে স্যালভেজ অ্যান্ড রেক ওয়েবসাইট জানিয়েছে, জাহাজটির নাম এমএসসি রিটা। এটি পানামায় নিবন্ধিত। অটোমেটিক আইডেন্টিফিকেশন সিস্টেম (এআইএস) ডেটা অনুসারে, এমএসসি রিটা পশ্চিম আফ্রিকা থেকে পারস্য উপসাগরে গিয়েছে। স্যালভেজ অ্যান্ড রেকের দেওয়া তথ্য সঠিক হলে জাহাজটি ৪ জুন থেকে ইউএইর জলসীমায় রয়েছে। খলিফা অ্যাংকরেজে অবস্থানকালে এটিতে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে।

এমএসসি রিটা হলো ১৮ বছর বয়সী একটি কনটেইনার জাহাজ। ১ লাখ ৪ হাজার ৮৫০ ডিডব্লিউটির জাহাজটি আট হাজার কনটেইনার পরিবহন করতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here