প্রথম প্রান্তিকে বেড়েছে নাবিক নির্যাতন, হয়রানি, বৈষম্য ও বুলিং : আইসওয়ান

চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) কর্মক্ষেত্রে নাবিকদের নির্যাতন, হয়রানি, বৈষম্য ও বুলিংয়ের অভিযোগের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। দ্য ইন্টারন্যাশনাল সিফেয়ারাস’ ওয়েলফেয়ার অ্যান্ড অ্যাসিস্ট্যান্স নেটওয়ার্ক (আইসওয়ানের) এ তথ্য জানিয়েছে।

হেল্পলাইনে আসা ১ হাজার ২১৭টি অভিযোগমূলক ফোনকলের ওপর ভিত্তি করে সম্প্রতি একটি ইনফোগ্রাফিক প্রকাশ করেছে আইসওয়ান। সে অনুযায়ী, প্রথম প্রান্তিকে নাবিকরা ২০২২ সালের শেষ প্রান্তিকের চেয়ে ৪৫ শতাংশ বেশি অভিযোগ করেছেন। অভিযোগকারী অধিকাংশ নাবিক ঊর্ধ্বতন কর্মকর্তাদের দ্বারা নির্যাতন এবং বুলিংয়ের শিকার হয়েছেন। অন্যদিকে যৌন নির্যাতন ও যৌন হেনস্তার অভিযোগ ছিল ১৯ শতাংশ।

যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক এনজিও আইসওয়ান নাবিক ও নাবিক পরিবারের সদস্যদের কল্যাণে কাজ করে। ‘সিফেয়ারার হেল্প’ ও ‘ইয়ট ক্রু হেল্প’ নামে দুইটি পরিসেবা প্রদান করে সংস্থাটি। পরিসেবা দুটির আওতায় বছরে সব দিন ২৪ ঘণ্টা বিশ্বের সব দেশের সব প্রান্তের নাবিকদের জন্য আইসওয়ানের হেল্পলাইন সার্ভিস সচল থাকে। হেল্পলাইনে নাবিকরা বিনামূল্যে সেবা গ্রহণ করে থাকে। আইসওয়ান গোপনীয়তা বজায় রাখায় এবং হেল্পলাইনে বিভিন্ন ভাষা ব্যবহারের সুযোগ থাকায় নাবিকরা সহজেই নিজেদের সমস্যার কথা তুলে ধরেন।

চলতি বছরের প্রথম প্রান্তিকে আইসওয়ানের ইয়ট ক্রু হেল্প লাইনে অভিযোগ এসেছে আগের প্রান্তিকের চেয়ে ১২৫ শতাংশ বেশি। অন্যদিকে সিফেয়ারার হেল্পলাইনে ৩৮ শতাংশ বেশি অভিযোগ এসেছে। আইসওয়ানের প্রধান নির্বাহী কর্মকর্তা সাইমন গ্রেইঞ্জ জানান, বেশিরভাগ সময় নাবিকরা যেকোনো সমস্যায় সবার আগে আইসওয়ানের দ্বারস্থ হয়। প্রতি মাসে শত শত নাবিক হেল্পলাইনে কল করে তাদের সমস্যার কথা জানায় এবং সহায়তা কামনা করে। অভিযোগের পরিপ্রেক্ষিতে নাবিক ও তাদের পরিবারকে মানসিক ও আর্থিক সহায়তা প্রদান করে আইসওয়ান।

নাবিকরা মূলত কোন কোন সমস্যার সম্মুখীন হচ্ছেন, সেই বিষয়টি খতিয়ে দেখে সংস্থাটি। কর্মক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনতে মেরিটাইম খাত সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের কাছে নাবিকদের সমস্যার ধরণ তুলে ধরে আইসওয়ান। মেরিটাইম খাতে বুলিং, যৌন নিপীড়ন ও হয়রানি বন্ধ, মানসিক নিরাপত্তা প্রদান এবং নাবিকদের জন্য নিরাপদ পরিবেশ তৈরির লক্ষ্যে সেন্টার ফর ওশান পলিসি অ্যান্ড ইকোনমিকস (কোপ) ওয়ার্কিং গ্রুপসহ শিপিং শিল্পের বিভিন্ন পক্ষের সঙ্গে মিলিতভাবে কাজ করে আইসওয়ান।

উল্লেখ্য, www.seafarerhelp.orgwww.yachtcrewhelp.org ওয়েবসাইট দুটি থেকে নাবিকেরা আইসওয়ানের সেবা গ্রহণ করতে পারবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here