অবৈধ মৎস্য আহরণ নিয়ন্ত্রণে চীন-দক্ষিণ কোরিয়া চুক্তি

পূর্ব চীন সাগর

পূর্ব চীন সাগরে অবৈধ, অজ্ঞাতসার ও অনিয়ন্ত্রিত (আইইউইউ) মৎস্য আহরণ নিয়ে আঞ্চলিক দ্বন্দ্ব চলে আসছে অনেকদিন ধরে। এই অবৈধ আহরণ বন্ধ করতে পারস্পারিক সহযোগিতার বিষয়ে সম্মত হয়েছে চীন ও দক্ষিণ কোরিয়া। অতিসম্প্রতি দেশ দুটির মধ্যে এ বিষয়ক একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। গত সপ্তাহে দুই দেশের মৎস্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠকের ধারাবাহিকতায় এই চুক্তি সম্পন্ন হলো।

চুক্তির মূল উদ্দেশ্য হলো উত্তর কোরিয়ার জলসীমায় অবৈধভাবে কার্যক্রম চালানো চীনা মাছ ধরার ট্রলারগুলোর বিষয়ে রিপোর্টিংয়ে কোরিয়া ও চীনের পারস্পারিক সহযোগিতা। এছাড়া চুক্তি অনুযায়ী, এই ধরনের কার্যক্রমের বিরুদ্ধে বেইজিংয়ের নজরদারি ও তদন্তের ফলাফল এবং সেই অনুযায়ী গৃহীত পদক্ষেপের বিষয়ে সিউলকে অবহিত করার কথাও বলা রয়েছে চুক্তিতে।

বছরের পর বছর ধরে পূর্ব চীন সাগরে উত্তর কোরিয়ার জলসীমায় চীনের মাত্রাতিরিক্ত মৎস্য আহরণ নিয়ে দ্বন্দ্ব চলে আসছে। এর ফলে সাগরটিতে মৎস্যসম্পদের পরিমাণ কমে যাওয়ার ঝুঁকি তৈরি হয়েছে, যার নেতিবাচক প্রভাব দক্ষিণ কোরিয়ার মৎস্য আহরণ খাতের ওপরও পড়ছে। কোরিয়ান মেরিটাইম ইনস্টিটিউটের একটি প্রতিবেদন অনুসারে, ২০১৪ সাল থেকে ২০১৮ সালের মধ্যে দক্ষিণ কোরিয়ার স্কুইড আহরণের পরিমাণ ১ লাখ ৬৩ হাজার টন থেকে কমে ৪৬ হাজার টনে নেমে এসেছে। এই সময়ে পূর্ব চীন সাগরে অবৈধ মৎস্য আহরণ অনেকে বেড়ে গিয়েছিল।

২০১৭ সালের ডিসেম্বরে গৃহীত জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রেজোলিউশন নং ২৩৯৭ অনুসারে, উত্তর কোরিয়া বিদেশী কোনো ট্রলারের কাছে তাদের জলসীমায় মাছ ধরার অধিকার বিক্রি অথবা হস্তান্তর করতে পারবে না। চীনও সে অনুযায়ী তাদের মাছ ধরার ট্রলারগুলোর ক্ষেত্রে উত্তর কোরিয়ার জলসীমায় মৎস্য আহরণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।

নতুন সহযোগিতামূলক চূক্তিতে দক্ষিণ কোরিয়া চীনের প্রতি আহ্বান জানিয়েছে, যেন চীনা মাছ ধরার ট্রলারগুলোয় অটোমেটিক আইডেন্টিফিকেশন সিস্টেম (এআইএস) স্থাপন বাধ্যতামূলক করা হয়।

বর্তমানে কেবল প্রভিশনাল মেজারস জোনে (পিএমজেড) অবৈধ মৎস্য আহরণের বিরুদ্ধে নজরদারি চালায় চীন ও দক্ষিণ কোরিয়া। পিএমজেড হলো সাগরের যে এলাকায় প্রতিবেশী দুই দেশের ট্রলারই মাছ ধরতে পারে। নতুন চুক্তিতে চীন ও দক্ষিণ কোরিয়ার এই যৌথ প্যাট্রলিংয়ের পরিসর বাড়ানোর কথা বলা হয়েছে, যা আগামী বছর থেকে কার্যকর হবে।

এর আগে চীন ও দক্ষিণ কোরিয়ার মধ্যে ২০০১ সালে একটি মৎস্য আহরণ চুক্তি হয়েছিল। সেই চুক্তিতে পূর্ব চীন সাগর ও ইয়েলো সিতে দুই দেশের একচ্ছত্র অর্থনৈতিক অঞ্চলগুলোয় (ইইজেড) সামুদ্রিক সম্পদের সুরক্ষা ও টেকসই ব্যবহার নিশ্চিতে পারস্পারিক সহযোগিতার কথা বলা হয়েছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here