প্রধানমন্ত্রীর কার্যালয়ে গঠিত জাতীয় লজিস্টিকস উন্নয়ন ও সমন্বয় কমিটির সাথে সমন্বিতভাবে বৃহৎ পরিসরে কাজ করবে লজিস্টিকস ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ওয়ার্কিং কমিটি। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোহাম্মদ সালাহ উদ্দিন এবং বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্টের (বিল্ড) সাবেক চেয়ারপারসন আবুল কাসেম খানের যৌথ সভাপতিত্বে ওই কমিটির চতুর্থ সভা সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত হয়। বিল্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় বিল্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরা বেগম কমিটির ২০২৩-২৪ সালের কর্মপরিকল্পনা উপস্থাপন করেন। বিল্ডের চেয়ারপারসন ব্যারিস্টার নিহাদ কবির সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন।
সভায় উল্লেখ করা হয়, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশ, যেমন; ভারত, ভিয়েতনাম, থাইল্যান্ড লজিস্টিকস খাতের উন্নয়নে নীতি সংস্কার ও অবকাঠামোগত সহায়তা দিয়ে আসছে। উন্নয়ন প্রবৃদ্ধি ও লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশও এ ক্ষেত্রে পিছিয়ে থাকতে পারে না। যথাযথ পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের মাধ্যমে জাতীয় লজিস্টিকস ব্যয় কমাতে হবে। কমিটির কর্মপরিকল্পনা প্রণয়নে উন্নয়ন সহযোগী সংস্থা আর্থিক ও কারিগরি সহায়তা দিতে পারে। এ ক্ষেত্রে বিল্ড বিষয়টি সমন্বয় করতে পারে।
সম্প্রতি দু’দিনের লজিস্টিকস কর্মশালা থেকে প্রাপ্ত বেসরকারি খাতের সুপারিশমালা বিল্ড জাতীয় লজিস্টিকস উন্নয়ন ও সমন্বয় কমিটির সভায় উপস্থাপন করবে। এ ছাড়া লজিস্টিকস ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ওয়ার্কিং কমিটি সরকারি-বেসরকারি খাতের সংলাপ প্ল্যাটফর্ম হিসেবে প্রাইভেট টু প্রাইভেট এবং প্রাইভেট টু গভর্নমেন্ট নেটওয়ার্ক গঠন, লজিস্টিকস সাপ্লাই চেইন ব্যবস্থাপনার উন্নয়নে বেসরকারি খাতের চাহিদা ও অগ্রাধিকার চিহ্নিতকরণ, তথ্য-উপাত্ত, ডাটা টুলকিট ও লজিস্টিকস ইনডেক্স প্রণয়ন, ট্রেড লজিস্টিকস ব্যবস্থাপনার সঙ্গে ট্রেড ফ্যাসিলিটেশনের সমন্বয় সাধন, জাতীয় কমিটি ও উপকমিটিকে সহায়তা প্রদানের জন্য গবেষণা এবং কারিগরি ও সাচিবিক কার্যক্রম হাতে নেবে।