চলতি বছর বিশ্বজুড়ে গভীর সমুদ্র তেল ও গ্যাস অনুসন্ধানে বিনিয়োগ ২০ শতাংশের বেশি বেড়ে যাবে এবং এই প্রবৃদ্ধি আগামীতেও অব্যাহত থাকবে। তেলক্ষেত্রগুলোয় যন্ত্রপাতি সরবরাহ ও সেবাদানকারী বিশ্বের বৃহত্তম কোম্পানি এসএলবি এই পূর্বাভাস করেছে।
গত কয়েক বছরে সারা বিশ্বে গভীর সমুদ্র তেল ও গ্যাস খাতে বিনিয়োগ অনেক বেড়েছে। দেশগুলো তাদের উৎপাদন সক্ষমতা বাড়াতে উঠেপড়ে লেগেছে। বলা যায়, বর্তমানে এই খাতে রেনেসাঁর যুগ চলছে। এসএলবি বলছে, চলতি বছর বিশ্বজুড়ে ৬৫টির মতো ইজারা চুক্তি সম্পন্ন হতে পারে। বেশ কয়েকটি দেশ ইজারা দেওয়ার ক্ষেত্রে উন্মুক্ত নীতি গ্রহণ করায় বিনিয়োগকারীরা আরও বেশি আকৃষ্ট হচ্ছে।
২০২২ থেকে ২০২৫ সালের মধ্যে ৫০ কোটি ডলারের বেশি বিনিয়োগ সিদ্ধান্ত আসতে পারে বলে ধারণা করছে এসএলবি। ২০১৬-২০১৯ মেয়াদের বিনিয়োগের চেয়ে তা ৯০ শতাংশ বেশি। এতেই বোঝা যাচ্ছে অফশোর তেল ও গ্যাস খাত এখন কতটা সম্ভাবনাময় সময় পার করছে।
এই যে প্রবৃদ্ধি, তাতে বেশ কয়েকটি দেশ নেতৃত্ব দেবে। বড় পরিসরে অফশোর প্রকল্প নিয়ে এগুচ্ছে গায়ানা, ব্রাজিল ও মধ্যপ্রাচ্য। উৎপাদন সক্ষমতা বাড়ানোর দিকে নজর দিয়েছে আফ্রিকা। এছাড়া নতুন নতুন প্রকল্পের দিকে ঝুঁকছে নামিবিয়া, তাঞ্জানিয়া, কম্বোডিয়া, ভারত ও পূর্ব ভূমধ্যসাগরীয় দেশগুলো।