নতুন একটি স্মার্ট সেইলিং প্লাটফর্ম চালু করেছে কসকো শিপিং লাইনস। এই প্লাটফর্মের একটি বড় বৈশিষ্ট্য হলো- এতে কার্বন ইনটেনসিটি ইন্ডিকেটর (সিআইআই) ডিজিটাল টুলবক্স, সংঘর্ষ-প্রতিরোধী কৃত্রিম বুদ্ধিমত্তা ও ক্রুদের আচরণ পর্যবেক্ষণকারী ব্যবস্থা রয়েছে।
জাহাজ পরিবহন সেবার মান ও সক্ষমতা বৃদ্ধি কসকোর এই স্মার্ট সেইলিং প্লাটফর্ম চালুর মূল লক্ষ্য। কৃত্রিম বুদ্ধিমত্তা, বিগ ডেটা, ইন্টারনেট অব থিংসসহ (আইওটি) নতুন প্রজন্মের আরও কিছু তথ্যপ্রযুক্তি ব্যবহার করে তৈরি এই প্লাটফর্মে প্রাথমিকভাবে জাহাজ পরিচালনায় কার্বন নিঃসরণ কমানো, নেভিগেশনে নিরাপত্তা ও অত্যাধুনিক সাপ্লাই চেইন প্রতিষ্ঠার ওপর জোর দেওয়া হয়েছে। পরবর্তীতে জাহাজের সামগ্রিক জীবনকালে আরও আধুনিক ও স্মার্ট টুলস যুক্ত করার পরিকল্পনা রয়েছে কসকোর।
উল্লেখ্য, চলতি মাসের শুরুর দিকে ওয়ান-স্টেশন নামে আরেকটি বৈচিত্র্যপূর্ণ লজিস্টিকস সার্ভিস প্লাটফর্ম চালু করেছে কসকো শিপিং। এই প্লাটফর্মে কাস্টমস-সংক্রান্ত বিষয়াবলীর জন্য ওয়ান-স্টপ অনলাইন সলিউশন, ওয়ান-স্টপ ওয়্যারহাউস সার্ভিস সলিউশন, ওয়ান-স্টপ ভেহিকল রোড ট্রান্সপোর্টেশন সলিউশন ও একটি ওয়ান-স্টপ ফুল-প্রসেস সলিউশন রয়েছে। এর ওয়্যারহাউস সার্ভিস সলিউশনে ভার্চুয়াল রিয়েলিটি বা ভিআর প্রযুক্তির মাধ্যমে অনলাইনে ওয়্যারহাউসের তাৎক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণের সুবিধা রয়েছে।