নিঃসরণ লক্ষ্যমাত্রা পূরণে আন্তর্জাতিক চুক্তির আহ্বান জাতিসংঘ মহাসচিবের

২০৫০ সাল নাগাদ গ্রিনহাউস গ্যাস নিঃসরণের নিট পরিমাণ শূন্যের কোটায় নামিয়ে আনার লক্ষ্যমাত্রা পূরণে আন্তর্জাতিক চুক্তিতে সম্মত হতে দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। লন্ডনে চলমান ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশনের (আইএমও) মেরিন এনভায়রনমেন্ট প্রটেকশন কমিটির (এমইপিসি) ৮০তম সেশন উপলক্ষ্যে দেওয়া এক অডিও বার্তায় তিনি এই আহ্বান জানান। এ  সময় তিনি কার্বন নিঃসরণ বন্ধের প্রচেষ্টা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।

বৈশ্বিক বাণিজ্যের প্রায় ৯০ শতাংশ সম্পন্ন হয় সমুদ্র পরিবহনের মাধ্যমে। আর বিশ্বে মোট কার্বন ডাইঅক্সাইড নিঃসরণের প্রায় ৩ শতাংশের জন্য দায়ী এই খাত। পরিবেশবাদী ও শিপিং খাতের বিনিয়োগকারীরা নিঃসরণ বন্ধে আরও কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়ে আসছে দীর্ঘদিন ধরে। এসব পদক্ষেপের মধ্যে কার্বন শুল্ক আরোপও রয়েছে।

রেকর্ডকৃত বার্তায় গুতেরেস বলেন, ‘আমি আপনাদের প্রতি আর্জি জানাচ্ছি, যেন আপনারা ২০৫০ সালের মধ্যে সমুদ্র খাতে নিট জিরো এমিশনের লক্ষ্যমাত্রা অর্জনের উদ্দেশ্যে একটি গঠনমূলক গ্রিনহাউস গ্যাস কৌশলের বিষয়ে সর্বসম্মত হয়ে লন্ডন ত্যাগ করেন। আপনাদের নিঃসরণ কমানো ও পরিচ্ছন্ন জ্বালানির ব্যবহার-উভয় বিষয়েই একটি বিজ্ঞানসম্মত লক্ষ্যমাত্রা নির্ধারণ করতে হবে।’ এই লক্ষ্যমাত্রা শিপিং খাতের অংশীজন ও বিনিয়োগকারীদের মধ্যে আস্থার সঞ্চার করবে বলে জাতিসংঘের মহাসচিব মনে করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here