বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে সহযোগিতার আগ্রহ সৌদি যুবরাজের

বাংলাদেশের সার্বিক উন্নয়নে ও অগ্রগতিতে সহযোগিতা করার আগ্রহ প্রকাশ করেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। মঙ্গলবার সৌদি আরবের মিনা প্যালেসে এক সংবর্ধনা অনুষ্ঠানে এ আগ্রহের কথা জানান তিনি। অনুষ্ঠানে যোগ দেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। সৌদি যুবরাজ এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন।

মঙ্গলবার সালমান এফ রহমানের জনসংযোগ কর্মকর্তার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, অনুষ্ঠানে সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শুভেচ্ছা জানান সালমান এফ রহমান। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়েছেন।

বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতির প্রশংসা করে সৌদি যুবরাজ বলেন, অগ্রগতির পথে আগামী দিনে আরও এগিয়ে যাবে বাংলাদেশ। তিনি একটি সুনির্দিষ্ট কর্মসূচি নিয়ে বাংলাদেশ সফর করতে আগ্রহ প্রকাশ করেন, যা ভবিষ্যতে দু’দেশের উন্নয়ন ও অংশীদারত্বের ক্ষেত্রে একটি অনন্য মাইলফলক হিসেবে চিহ্নিত হতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here