চলতি বছরের জুনে বিকল্প জ্বালানি-নির্ভর জাহাজ নির্মাণের কার্যাদেশের দিক থেকে এলএনজিকে পেছনে ফেলেছে মিথানল। গত মাসে পরিবেশবান্ধব জ্বালানিচালিত মোট ৫৫টি জাহাজের কার্যাদেশ পেয়েছে ইয়ার্ডগুলো। এর মধ্যে মিথানলচালিত জাহাজের সংখ্যা ২৯। আর এলএনজিচালিত জাহাজ নির্মাণের কার্যাদেশ এসেছে ২৬টি।
ডিএনভির অল্টারনেটিভ ফুয়েলস ইনসাইট (এএফআই) প্লাটফর্মের পরিসংখ্যানে এই চিত্র উঠে এসেছে। সংস্থাটির তথ্য অনুসারে, চলতি বছর জুন পর্যন্ত মোট ১২৮টি বিকল্প জ্বালানি-নির্ভর জাহাজ নির্মাণের কার্যাদেশ এসেছে।
ডিএনভি বলছে, পরিবেশবান্ধব জ্বালানি-নির্ভর নতুন জাহাজ নির্মাণের ক্ষেত্রে কনটেইনার জাহাজের প্রাধান্য রয়েছে। জুনে পাওয়া এলএনজিচালিত জাহাজের নতুন কার্যাদেশের প্রায় অর্ধেকই কনটেইনার জাহাজ। আর মিথানলচালিত জাহাজের ক্ষেত্রে এ হার ৮০ শতাংশ। নতুন কার্যাদেশ পাওয়া জাহাজগুলো বহরে যুক্ত হলে এলএনজিচালিত কনটেইনার জাহাজের সংখ্যা ২৫০-এর বেশি ও মিথানলচালিত কনটেইনার জাহাজের সংখ্যা ১০০টির বেশিতে উন্নীত হবে।