মায়েরস্কের বহরে বিশ্বের প্রথম মিথানলচালিত কনটেইনার ফিডার জাহাজ

বিশ্বের প্রথম মিথানলচালিত কনটেইনার ফিডার জাহাজ বুঝে পেয়েছে ডেনিশ শিপিং জায়ান্ট মায়েরস্ক। হুন্দাই মিপো ডকইয়ার্ড ও হুন্দাই হেভি ইন্ডাস্ট্রিজ সম্প্রতি ২ হাজার ১০০ টিইইউ কনটেইনার ধারণক্ষমতার জাহাজটি মায়েরস্কের কাছে হস্তান্তর করেছে।

লরা মায়েরস্ক নামের জাহাজটির মেইন ও অক্সিলিয়ারি উভয় ইঞ্জিনই ডুয়েল ফুয়েল শক্তিনির্ভর। ম্যান এনার্জি সলিউশনসের তৈরি ইঞ্জিনগুলো ক্লিয়ার বার্নিং মিথানল দিয়ে পরিচালনা করা সম্ভব।

বিশ্বের শীর্ষ কনটেইনার লাইনারগুলো এরই মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক ডুয়েল ফুয়েল জাহাজের কার্যাদেশ দিয়ে রেখেছে, যেগুলোর ইঞ্জিনে মিথানল দিয়ে শক্তি সঞ্চালন করা সম্ভব। আর এই পরিবর্তনে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে মায়েরস্ক। বর্তমানে তাদের অর্ডারবুকে ২৪টি গ্রিন মিথানলচালিত কনটেইনার জাহাজ রয়েছে। এর মধ্যে ১২টি ১৬ হাজার টিইইউ ও ছয়টি ১৭ হাজার টিইইউ ধারণক্ষমতার জাহাজ তৈরি করছে দক্ষিণ কোরিয়ার হুন্দাই হেভি ইন্ডাস্ট্রিজ। আর ছয়টি ৯ হাজার টিইইউ ধারণক্ষমতার কনটেইনার জাহাজ নির্মাণের কার্যাদেশ পেয়েছে চীনের ইয়াংজিজিয়াং শিপবিল্ডিং।

পরিবেশবান্ধব জ্বালানিতে রূপান্তরে মায়েরস্কের প্রচেষ্টা উল্লেখযোগ্য। নতুন জাহাজের পাশাপাশি বিদ্যমান জাহাজগুলোতেও মিথানলচালিত ডুয়েল ফুয়েল ইঞ্জিন স্থাপনের পরিকল্পনা করছে তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here